চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩১ পিএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ১১:১৫ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডাঃ জোবায়দা রহমানের স্থাবর-অস্থাববর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদালতের ফরমায়েশি আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
আজ শনিবার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসিফ চৌধুরী লিমন ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে বিকাল তিনটায় চট্টগ্রাম ওয়াসা মোড় থেকে মিছিল শুরু হয়ে কাজীর দেউড়ি পুলিশী বাধা উপেক্ষা করে সমাদর ক্লাব গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের আপামর জনসাধারণ যখন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী হাসিনার পতন আন্দোলনে ঐক্যবদ্ধ, তখনই সরকার ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ও তাঁর সহধর্মীনী ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে আদালতের মাধ্যমে স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের ফরমায়েসি আদেশ প্রদান করে। আমরা ছাত্রদলের পক্ষ থেকে এই ফরমায়েশি আদেশ প্রত্যাখ্যান করছি। জনবিচ্ছিন্ন ও জুলুমবাজ সরকারের বিরুদ্ধে দেশের জনগণ অচিরেই ১০ দফা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতন করবে, ইনশআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মাস্টার আরিফ, সাব্বির আহমেদ, রাজিবুল হক বাপ্পি, ফখরুল ইসলাম শাহীন, সদস্য যথাক্রমে শাহরিয়ার আহমেদ, দেলোয়ার হোসেন, মাহমুদুল হাসান রাজু, এনামুল হক, আব্বাস উদ্দিন সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।