রাজশাহীতে মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৭ পিএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৫:২৬ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে সরকারের সম্পদ বাজেয়াপ্ত করার ফারমায়েশী রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবদল। নগরীর সিটি কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে, রাজশাহী কলেজের সামনে দিয়ে উক্ত মিছিলটি নগরীর সোনোদীঘির মোড়, মণি চত্ত্বর,জিরো পয়েন্ট বাটার মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে রাজশাহী মহানগর যুবদলের নেতা কর্মীরা।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। সভাটি সঞ্চালনা করেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
এ সময় সভার সভাপতি তার বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমান এবং তার সহধর্মিনী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাক্তার জুবায়ের রহমান এর বিরুদ্ধে এই ফরমায়েশি রায় বর্তমান কর্তৃত্ববাদী, নিশিরাতের সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ, মাফিয়া সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর জনপ্রিয়তাই ভীত হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একের পর পর এক ষড়যন্ত্রমূলক মামলা ও ফরমায়েশি রায় প্রদান করছে। জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার সকল অপকৌশ করে যখন ব্যর্থ হয়ে এখন নতুন নতুন ফন্দি ফিকিরে ব্যতি ব্যস্ত। কোনো ভাবেই কোনো কিছু করে তারেক রহমানকে বাংলাদেশের মানুষের থেকে আলাদা করা যাবে না। বাংলাদেশের ফয়সালা রাজপথে হবে বলে তিনি হুশিয়ারি দেন। তিনি যুবদলের কেন্দ্র নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নের অবিলম্বে মুক্তির দাবি করেন।
বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহবায় বৃন্দ মোহাম্মদ নাসিম খান, আনারুল ইসলাম, সালাউদ্দিন বিপ্লব, আল মামুন বাবু, জামিলুর রহমান জামিল,সোহেল রানা, ইসমাইল আলী রাহি,রাজশাহী মহানগর যুবদলের দপ্তর শফিক মাহমুদ তন্ময়,মহানগর যুবদলের সদস্য বনি সরদার, মিসদাকুর খান মিলন, মনিরুল ইসলাম জনি, আখতারুল হাসান অপু,আশরাফুজ্জামান সজিব, তন্ময় মোল্লা,জুয়েল ইসলাম, মির্জা ইমরুল মুন্না, আলী, রফিক, সাইফুল, সোহেল রানা, রাকিব হোসেন, রাসেল হোসেন, আকতার হোসেন অপু, সুমন সরদার, সরোয়ার পারভেজ রকি, রবিন উন হাসান জাহিদ, পলাশ, বাপ্পি, আলিফ আল মাহমুদ লুকেন, এসএম তোহিদ দুর্লভ, তানভীর আহমেদ হিরা, নীরব খাঁন তারেক, জয়নাল আবেদীন জনি, টোকেন মতিয়ার থানা দক্ষিণ যুবদলের সাবেক সিনিয়র যুব আহ্বায়ক বশির উদ্দিন সানি, রাজশাহী মহানগর যুবদলের সদস্য হাসেম শেখ,রাকিব হোসেন, হাসনাত হোসেন ফয়সাল জন, সুমনসহ রাজশাহী মহানগর যুবদল ও থানা এর নেতৃবৃন্দ।