ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২২ পিএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ১১:০১ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের দায়েরকৃত স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার ফরমায়েশি রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি এবি এম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মিছিলে উপস্থিত, ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক গয়েশ চন্দ্র রায় সাহস, আব্দুল জলিল আমিনুল, তরিকুল ইসলাম তরিক, নাছির উদ্দীন শাওন, গাজী মোঃসাদ্দাম হোসেন, শাহাদাত হোসেন, রাজু আহমেদ, আবু হান্নান তালুকদার, ইউসুফ হোসেন, সুপ্রিয় দাশ শান্ত, সৈকত মোর্শেদ সহ-সাধারণ সম্পাদক আ.হ.ম খোকন, প্রচার সম্পাদক.ইমাম আল নাসের মিশুক, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমদ সাদ্দাম মীর সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার দেড় শতাধিক নেতৃবৃন্দ।