তারেক-জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোক আদেশের প্রতিবাদে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৫ পিএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৬:৩০ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোক আদেশের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
আজ শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নগরীর বাউন্ডারি রোড এলাকায় কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল।
সংগঠনের সভাপতি নাইমুল করিম লুইন এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে নগরীর ফুলবাড়ীয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। এতে মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতারা বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় সরকার ভীত। এ কারণে আওয়ামী লীগ সরকার তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সম্পত্তি ক্রোকের ফরমায়েশি আদেশ জারি করেছে। কিন্তু এসব করে ক্ষমতা ধরে রাখা যাবে না।