দোহারে ঢাকা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৫ পিএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৬:৪৫ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বাজেয়াপ্ত করার ফরমায়েশী রায়ের প্রতিবাদে আজ শনিবার সকালে ঢাকার দোহারের পালামগঞ্জ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম নিরবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা ছাত্রদল নেতা আলমগীর শিকদার, সেলিম ওসমান, আরাফাত, ইব্রাহিম মুন্সি, হিমেল সিদ্দিক, জয়পাড়া কলেজ শাখা ছাত্রদল নেতা, আসাদ, সোমিক ভূইয়া, দোহার পৌর ছাত্রদল নেতা শেখ সাঈদ, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা, সুমন খান, অর্পন, প্রান্ত, দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন মিঠু,ইমরান মোল্লা প্রমুখ।