নোয়াখালীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৭ পিএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ১২:৫৬ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ভারপ্রাাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সম্পদ ক্রোকের আদালতের আদেশের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
আজ শনিবার (৭ জানুয়ারি) নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জেলা জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমীন খান, স্বেচ্ছাসেবকদল সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান প্রমুখ।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, রাজনীতির অন্ধকার সময়ের একটি ভুয়া মামলাকে ব্যবহার করে দেশের সবচেয়ে বিএনপির শীর্ষ নেতার সম্পত্তি ক্রোকের উদ্যোগ নেওয়া হলো। আমরা মনে করি দীর্ঘদিন পর ভিত্তিহীন মামলাকে পুঁজি করে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের যে আদেশ দেওয়া হয়েছে, তা সরকারের ইঙ্গিতেই হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।