নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৩ পিএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০২:৩৯ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ড. জোবায়দা রহমানের বিরুদ্ধে আদালত কর্তৃক সম্পদ ক্রোকের নির্দেশ এর প্রতিবাদে আজ শনিবার নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুলাইমান হাসান রুবেল, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী সহ প্রমুখ। মিছিলটি ঢাকা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়।