তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৬ এএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ১০:৩০ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের গণআন্দোলন চলছে। বর্তমান ফ্যাসিস্ট সরকার আন্দোলনকে দমিয়ে রাখতে দেশের মানুষের জন প্রিয় আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাকর্মীদের কারাবন্দি করা হয়েছে। আজকে বাংলাদেশের মানুষের যে মুক্তির সংগ্রাম তা স্তব্ধ করা যাবে না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনবে।
আজ শনিবার (০৭ জানুয়ারি) কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের প্রতিবাদে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের পুরাতন পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে স্টেশন রোডে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।
তিনি আরো বলেন, আজকে সরকার যেমন উলঙ্গ হয়ে পড়েছে ঠিক তেমনি সরকারের আদালত, পুলিশ প্রশাসনও উলঙ্গ হয়ে পড়েছে। যতই হামলা, মামলা, আর বাঁধা আসুক না কেন অবৈধ সরকারের কোনো বাধাই জনগণ আর মানবে না। তাই যে কোনো সময় যে কোনো মূর্হুতে সরকার পতন আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবদল নেতা শফিকুল ইসলাম খান সজীব, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মসম্পাদক আতিকুর রহমান সুমিল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসার, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল ও সহ-সভাপতি আজাদ সওদাগর, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাখাওয়াত হোসেন টুটুলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।