ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪২ এএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৬:২৩ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করায় ফরমায়েশি আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
আজ শনিবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন থানা গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে গিয়ে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে আহবায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, সালাউদ্দিন রানা, উল্লাস মাহমুদ আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, সাব্বির হোসেন, মিঠুন, নুর উদ্দিন, তরীকুল ইসলাম সৌরভ, রোকন, শিপন, স্বাক্ষরসহ অন্যান্য নেতৃবৃন্দ।