কেশবপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৪ এএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৭:৪৭ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
আগামী ১১ জানুয়ারি খুলনার গণ অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য মারুফুল ইসলাম মারুফ, কেশবপুর থানা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুর রাজ্জাক।
থানা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদুজ্জামান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, থানা বিএনপি নেতা আলমগীর কবির বিশ্বাস, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ প্রমুখসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।