তারেক রহমান ও জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের প্রতিবাদে ড্যাবের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৮ এএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৬:০৫ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে সম্পত্তি ক্রোকের নির্দেশ এর তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব।
আজ শনিবার (০৭ জানুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক ডাঃ মোহাম্মদ ফকুরুজ্জামান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ ও মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ এর রাজনীতিকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়নের অপচেষ্টার অংশ হিসেবে জিয়া পরিবারকে হেয় করার ঘৃণ্য প্রক্রিয়া শুরু করেছে এই সরকার। বর্তমান অবৈধ ভোটারবিহীন ফ্যাসিবাদী সরকারের কর্তৃত্ববাদী কুশাসন থেকে এদেশের জনগণকে মুক্ত করার আন্দোলন যখন ক্রমবর্ধমানভাবে একদফা সরকার পতনের আন্দোলনে রূপ নিচ্ছে তখন উক্ত গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার অপপ্রয়াসই হচ্ছে এই হীন আদেশ।
তাঁরা আরো বলেন, হামলা, মামলা, খুন, চরিত্র হরণ করে কখনও ফ্যাসিবাদ টিকতে পারেনি এবং গণতান্ত্রিক আন্দোলনকেও স্তব্ধ করা যায়নি। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ এই গণআন্দোলন ও সরকারের সকল রাষ্ট্রয়াকে অপব্যবহার করে বন্ধ করা যাবেনা।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব এর সিনিয়র নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই ধরনের মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক কর্মকান্ড থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিরত থাকার জোর দাবী জানিয়েছেন। নতুবা চলমান গণআন্দোলনকে আরো গতিশীল করে চিকিৎসকসহ সকল পেশাজীবি সংগঠন জনগণকে সাথে নিয়ে একদফা সরকার পতনের মাধ্যমেই এইসব অপচেষ্টার জবাব দিবে ইনশাআল্লাহ।