তারেক রহমান ও জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৯ পিএম, ৬ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৭:১০ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠন প্রতিবাদে রাজধানীতে পৃথক পৃথক বিক্ষোভ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্পদ আদালত কর্তৃক ক্রোকের আদেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
আজ শুক্রবার (০৬ জানুয়ারি) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, ২০০৭ সালে ১/১১-এর জরুরি সরকারের সময় তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল তা ছিল সম্পূর্ণরূপে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ তথাকথিত জরুরি সরকার ছিল বর্তমান আওয়ামী সরকারেরই আন্দোলনের ফসল। দীর্ঘদিন পর ওই মামলায় আদালত তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সম্পদ ক্রোকের যে আদেশ দিয়েছেন তা সরকারের ইঙ্গিতেই। নেতৃদ্বয় বলেন, এ কথা বলার অপেক্ষা রাখে না যে, ২০০৭ সালের জরুরি সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও কয়েকটি মামলা হয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পরই সেই মামলাগুলো উধাও হয়ে যায়। মূলত বিএনপি তথা জিয়া পরিবারকে দমনের লক্ষ্যেই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদক এই মামলাটি করেছিল। এর পেছনে ক্ষমতাসীনদের চক্রান্ত রয়েছে। প্রকৃতপক্ষে জিয়া পরিবারকে হেয় করার জন্যই বানোয়াট, কাল্পনিক ও অসত্য মামলায় তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সম্পদ ক্রোকের আদেশ দেয়া হলো। তারা বলেন, বর্তমান সরকারের আমলে দেশের অর্থ পাচার করে কানাডায় বেগমপাড়া তৈরি হলেও এসব দুর্নীতি তদন্তে দুদকের কোনো তৎপরতা দেখা যায়নি। কারণ সরকারপন্থীরা এসব লুন্ঠনে জড়িত। তাই তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে থাকা মামলার কার্যক্রম দ্রুত শেষ করা ও আদেশ দেয়ার মানে জিয়া পরিবারকে রাজনীতি থেকে নির্মূল করা।
যুবদলের বিক্ষোভ : রাজধানীতে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল শুক্রবার বাদজুমা নামাজের পর নয়াপল্টনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্পদ ক্রোকের আদেশের প্রতিবাদে এ মিছিল করেন সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
সমাবেশে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান বলেন, মামলা দিয়ে বিরোধী দলের আন্দোলন থামানো এই অবৈধ সরকারের পুরনো কৌশল। কিন্তু এবার বিএনপি নেতাকর্মীরা জেগে উঠেছে। মামলা দিয়ে হামলা করে জেলে ভরে কোনো লাভ হবে না। জিয়া পরিবারকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তাতেও কোনো লাভ হবে না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার অতন্দ্রপ্রহরী হিসেবে কাজ করছে। তিনি বলেন, জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তিনি আধুনিক বাংলাদেশের রূপকার। আর খালেদা জিয়া দেশের গণতন্ত্রকে রক্ষায় আজীবন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। স্বৈরাচারীর হাত থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। আজ সেই গণতন্ত্র ফ্যাসিবাদের কবলে। এবার গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠার লড়াই করছেন তারেক রহমান। আর এতেই এই অবৈধ সরকার ভীত হয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তবে কোনো লাভ হবে না। জনতা এবার রাজপথে নেমেছে।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ আরও অনেকে।
স্বেচ্ছাসেবক দল : রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে আবার নয়াপল্টনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের মালামাল ক্রোকের জন্য আদালতের নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ মিছিল হয়। মিছিল শেষে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, সরকার জিয়া পরিবারকে ভয় পায় বলে একের পর এক ষড়যন্ত্র করছে। সরকারের নির্দেশনায় তাদের আজ্ঞাবহ আদালত তারুণ্যের অহংকার তারেক রহমান ও তার সহধর্মিণীর বিরুদ্ধে মিথ্যা মামলায় তাদের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে তারা জিয়া পরিবারের ইমেজ ক্ষুণ্ন করার হীন প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু যে জিয়া জনতার অন্তরে, যে খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, যে তারেক রহমান দেশের ভাগ্য পরিবর্তনে নিরলস পরিশ্রম করছেন তাদের ইমেজ এই অবৈধ সরকার ক্ষুণ্ন করতে পারবে না। এই সরকারের আর বেশি সময় নেই, পরিবর্তন আসবেই। তখন এসব ষড়যন্ত্রমূলক মামলায় যারা ইন্ধন জুগিয়েছে, যারা সরকারের পদলেহন করে রায় দিয়েছে জনতার আদালতে তাদেরই বিচার হবে।
মহিলা দল : দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্পদ ক্রোকের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতৃত্বে গতকাল বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ করে মহিলা দল।
ছাত্রদল : দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্পদ ক্রোকের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গত বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সংগঠনের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে সরকারবিরোধী বিভিন্ন সেøাগান তুলে নেতাকর্মীরা বলেন, সরকারের আজ্ঞাবাহ আদালত ও তাদের অঙ্গসংগঠন দুদক রাজনৈতিক প্রতিহিংসায় এ মামলা দিয়েছে। বিরোধী দলের জনপ্রিয় নেতাদের হেয় করতেই এই রায় দেয়া হয়েছে।