তারেক-জুবাইদার সম্পত্তি ক্রোকের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৪ পিএম, ৬ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ১০:২০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা: জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।
আজ শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে মিছিলটি তারাকান্দা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
বিক্ষোভ মিছিল আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ এনায়েত উর রহমান, কামরুজ্জামান লিটন, ছিদ্দিকুর রহমান, আমিনুল হক, আব্দুল সালাম তালুকদার, মাসুদ রানা খান, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল, মৎস্যজীবী দলের আহবায়ক হযরত আহম্মেদ সাকিব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান মাফুজ, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, জাসাস সভাপতি শফিকুল ইসলাম শফিক, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, ফুলপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজাউদ্দৌলা সুজা, পৌর ছাত্রদলের আহবায়ক উমর ফারুক, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসানসহ বিএনপির তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন,জিয়া পরিবারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে কাজ হবে না। রাজপথে এ সরকারকে মোকাবেলা করতে জনগণ ফুঁসে ওঠেছে। যুগপৎ আন্দোলনে ভয় পেয়ে সরকার জ্ঞানশূন্য হয়ে আদালতের মাধ্যমে মিথ্যা মামলায় দেশনায়ক তারেক রহমান ও তার স্ত্রী ডা: জুবাইদা রহমানের বিরুদ্ধে হীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।