রংপুরে বিএনপি‘র গণঅবস্থান কর্মসূচীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৭ পিএম, ৬ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ১১:৪৯ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন বাংলাদেশের ক্ষমতায় কতৃত্ববাদী বিনাভোটের সরকার। বাংলাদেশের মানুষ একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীন অবাধ সুষ্ঠ নির্বাচন চাই ।এই দাবী সহ ২৭ দফা বাস্তাবায়নে জনগন রাজপথে আন্দোলন সংগ্রাম করছে। বর্তমান স্বৈর সরকার এরই মাঝে বিএনপি‘র ৭টি তাজা প্রান গুলী করে হত্যা করেছে। এই হত্যার জবাব দিতে যে কোন মূল্যে আগামী ১১ জানুয়ারী রংপুর বিভাগের গণ অবস্থান কর্মসূচী সফল করতে হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবে না।
আজ শুক্রবার (০৬ জানুয়ারি) রংপুরে বিভাগীয় গন অবস্থান কর্মসূচীর প্রস্তুতি মুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ গ্রেফতার কৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবী জানান।
রংপুর মহানগর বিএনপি‘র আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনের সঞ্চলনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
সন্ধ্যায় জেলা বিএনপি‘র আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিছুর রহমান লাকুর সঞ্চলনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।সভায় জেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন।