সাতকানিয়ায় নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৭ পিএম, ৬ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৪:৩১ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সাতকানিয়া উপজেলার আওতাধীন ছদাহা ইউনিয়ন বিএনপি'র ইউনিয়ন ও ওয়ার্ড সমূহের তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে আজ শুক্রবার সকাল ১০টায় রোডভিউ হোটেল এন্ড রেস্টুরেন্টে ছদাহা ইউনিয়ন বিএনপি'র আহবায়ক মিজানুল হক টিপু'র সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক জামাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার, আবদুর রহিম মেম্বার, উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য জমির উদ্দীন মেম্বার, ঢেমশা ইউনিয়ন বিএনপি'র আহবায়ক কামাল উদ্দিন সিকদার, ছদাহা ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব মোহাম্মদ লোকমান (সাবেক মেম্বার), সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহাজান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ নূরুল হক সওদাগর, আজিজুর রহমান সওদাগর, আমিনুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী মিয়া, যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ সোহেল, নবী আহমেদ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।