খাগড়াছড়িতে রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখা বিষয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৪ পিএম, ৫ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১১:২৬ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনে ১০ দফা ও দেশনায়ক তারেক রহমান-এর রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্ম আলোচনা সভা করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার বেলা ১১ঘটিকার সময় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য আবুল খায়ের ভূঁইয়া। উক্ত সভায় সভাপতিত্ব করেন কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক, বিএনপি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
বিশ্লেষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই বার আর ভোট চুরি করতে দেয়া যাবে না। ভোট চোরদের ধরে নিজের ভোটাধিকার প্রয়োগ করে দেশের মানুষের জন্য নির্বাচিত ও জবাবদিহিতা সরকার করতে হবে। এই গভীর সংকট থেকে দেশ আজ কি ভাবে বের হবে সেই প্রেক্ষাপটে ১০দফা ও রাস্ট্র কাঠামো মেরামতের রুপরেখা দেয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের যে রুপরেখা দিয়েছে তা সময়োপযোগী।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার, আইনের শাসন এবং জীবনের নিরাপত্তা ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষের একটাই দাবি এই সরকারকে বিতাড়িত ও পতন করা।
জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক এড. আঃ মালেক মিন্টু. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা।
এসময় জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।