রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যায় শেরপুর জেলা বিএনপির আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪০ পিএম, ৪ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৯:২৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
শেরপুর জেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার বিকালে জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে রঘুনাথ বাজারস্থ দলীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ-এর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী। আলোচনা সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন।