কিশোরগঞ্জে বিএনপির ১৪ নেতার জামিন, ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪১ পিএম, ৪ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৮:১৪ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কিশোরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৪ নেতাকে জামিন দিয়েছে জেলা ও দায়রা জজ। এ ছাড়া আদালতে হাজির না হওয়ায় ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন বিচারক।
আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সায়েদুর রহমান খান এ আদেশ প্রদান করেন।
এর আগে গত ১৫ নভেম্বর জেলা বিএনপির ১৭ নেতা হাইকোর্টের একটি বেঞ্চ থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। পরে চলতি বছরের ১ জানুয়ারী উক্ত ১৭ নেতা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে চারদিনের অস্থায়ী জামিন দিয়ে পূর্ণাঙ্গ জামিন শুনানীর জন্য আজ তারিখ ধার্য করে। তন্মধ্যে ১৪ জন আজ আদালতে হাজির হলে তাদের জামিন মঞ্জুর করা হয় এবং অনুপস্থিত ৩ জনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারী করা হয়।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, জামিন পাওয়া আসামীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি রুহুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া জেলা বিএনপির সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মুশতাক আহমেদ শাহীন এবং জেলা ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ হিমেলের জামিন বাতিল করে আদালতের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারী হয়েছে।
চলতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে কিশোরগঞ্জে গতকাল পুলিশের সংঘর্ষের ঘটনায় দর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) অনিক কুমার সাহা বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ১৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামী করা হয়। মামলায় আটক আটক জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমনসহ এখনো তিনজন কারাগারে রয়েছেন।