শেখ হাসিনার পদত্যাগ হলো সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৫ পিএম, ৩ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৫:২৩ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ হলো সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পূর্বশর্ত। এই পূর্বশর্ত পূরণ হলে আমাদের সব শর্তই পূরণ হবে। তিনি বলেন, এমনটি হলে খালেদা জিয়া মুক্তিলাভ করবেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ সব নেতা-কর্মী মুক্তি লাভ করবেন। এমনকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সশরীরে বাংলাদেশে জাতির নেতৃত্ব দিতে সক্ষম হবেন।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে ঢাকার ঠাকুরগাঁও জাতীয়তাবাদী ফোরাম।
এ সময় গয়েশ্বর চন্দ্র বলেন, শেখ হাসিনা যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ পুলিশ বাধা, র্যাব বাধা ও প্রশাসনের সব লোক বাধা। আজকে শেখ হাসিনা ক্ষমতায় নাই তো কালকে পুলিশও ভদ্র হয়ে যাবে, পুলিশ জনগণের পক্ষে থাকবে, পুলিশও ভোট কাটতে আর রাতের বেলা কেন্দ্রে যাবে না। প্রশাসন তখন জনগণের খাদেম হিসেবে কাজ করবে।
বিএনপি মহাসচিবসহ অন্যান্য নেতাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, যাদেরকে আটক রাখা হয়েছে তাদেরকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। আমরা শুধু আদালত বা বিচার বিভাগের সামনে একটা কথা বলতে চাই, আমরা জাস্টিস চাই। আমরা কোনো কৃপা চাই না, করুণা চাই না।
বেগম খালেদা জিয়া আদালতে জাস্টিস চেয়েছিলেন উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, তিনি ইনজাস্টিস পেয়েছেন, তিনি বিচার পাননি। আমাদের নেত্রী অবিচারের সম্মুখীন হয়ে আছেন। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের মামলায় খালেদা জিয়া বাদে এমন কোনো ব্যক্তি নেই যারা জামিন লাভ করেনি।
বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, হাজী সেলিম কোটি কোটি টাকার আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি। সেই আসামি জামিন পান কিন্তু খালেদা জিয়া জামিন পান না। এটা অবিচার। অনেকে আছে জেল মাথায় নিয়ে মন্ত্রিত্ব করেছেন। সুতরাং কার কাছে বিচার চাইব? বিচার বিভাগ যদি নির্বাহী বিভাগ থেকে আলাদা হতো, বিচারপতিরা যদি বলতে পারতেন আমরা স্বাধীন, বিচারপতিরা যদি বলতে পারতেন আমাদের বিবেক স্বাধীন, তাহলে হয়তো আমরা ন্যায়বিচার পেতাম।
সংগঠনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিতি ছিলেন বিএনপির নেতা আমিরুল ইসলাম খান আলিম, মীর নেওয়াজ আলী নেওয়াজ ও কাজী আবুল বাশারসহ আরও অনেকে।