ময়মনসিংহে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রদলের শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৪ পিএম, ৩ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০১:৫১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ময়মনসিংহে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা করেছে ছাত্রদল। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে তারা।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বাউন্ডারী রোড এলাকায় এই শোভাযাত্রাটি শুরু হয়ে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় দক্ষিণ জেলা ছাত্রদলের ব্যানারে এই শোভাযাত্রার নেতৃত্ব দেন দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রাকিবুল হাসান সুরুজ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতারা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে ক্ষমতা ধরে রাখতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করেছে সরকার। এই অবস্থায় অচিরেই ফাসিবাদি আওয়ামী সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে। ওই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মী জীবনবাজি রেখে রাজপথের অগ্রভাগে থাকবে।