খাগড়াছড়িতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০২:৪১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে দুপুর ৩ টায় ভাঙ্গাব্রীজ গণপূর্ত অফিসের সামনে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
১৯৭৯ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এরপর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় ছাত্রদল। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে এ সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ভ্যানগার্ড হিসাবে পরিচিতি পায়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক বিএনপি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন।
ছাত্র সমাবেশে ওয়াদুদ ভূইয়া বলেন, ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকেই গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আসছে। স্বদেশের মুক্তির পতাকাবাহী সংগঠন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ফিনিক্স পাখি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে অন্যতম অগ্রদূত হচ্ছে ছাত্রদল। ফ্যাসিস্ট ও দূর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা বাস্তবায়নে নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচী পালনের আহবান জানান ।
ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বডুয়া, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, যুগ্ম সম্পাদক আবুল কাসেম রাসেল, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা সহ প্রমুখ।