কুড়িগ্রামে ছাত্রদলের র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৬ পিএম, ২ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৫:২৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে র্যালী ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
আজ সোমবার (২ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম কালিবাড়ী বাজার থেকে জেলা ছাত্রদলের আয়োজনে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দাদামোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, প্রধান বক্তা হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান, সমাবেশে আরো বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর থানা বিএনপি সম্পাদক মাহবুবার রহমান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সাওন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ শিথিল সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন গণতন্ত্র পূনরুদ্ধার ও জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেনা ছাত্রদল।
তারা আরো বলেন, বর্তমান সরকার বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করে আবারো একটি পাতানো নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে চায়।