৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় ছাত্রদলের র্যালি ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪১ এএম, ২ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৪:৪৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রদলের র্যালি ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় নেত্রকোনা ডিসি অফিস থেকে উক্ত আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুরপাড় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু।
এতে আরো উপস্থিত ছিল নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামসুল হুদা শামীম, ফয়সাল তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহরিয়ার রহমান সাঈদ, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান সহ বিভিন্ন উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব বৃন্দ।