ভৈরবে পুলিশি বাধাঁয় ছাত্রদলের মিছিল পন্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৯ এএম, ২ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১১:১০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ভৈরবে ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল পুলিশি বাধাঁয় পন্ড হয়ে গেছে।
আজ সোমবার (০২ জানুয়ারি) সকালে দূর্জয় মোড় থেকে ভৈরব উপজেলা ও পৌর এবং হাজী আসমত কলেজ শাখা ছাত্র দল প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল বের করতে চাইলে পুলিশ বাধাঁ দেয়। পুলিশী বাধাঁয় মিছিল পন্ড হয়ে যায়। পরে, চাঁন্দ ভান্ডার মাজারের পাশে বড়দিয়া রোডে উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজুয়ান উল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আরিফ মোহাম্মদ ফরহাদ, পৌর ছাত্র দলের আহবায়ক হিসাম রহমান, সদস্য সচিব মুকিত আবদুল্লাহ ফারুকী প্রমূখ।
এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, মামুনুর রশিদ, রিফাত আদনান রনি, শাহ-আলম,রাব্বি হাসান নয়ন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোফেল আহমেদ রিদম, রাশেদুজ্জামান রাসেল, উপজেলা ছাত্রদলের নেতা রেদোয়ান আহমেদ শোভন, ওবায়দুল হক নাহিদ, হাজী আসমত কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শিব্বির আহমেদ হামি সদস্য সচিব আক্তারুজ্জামান আকাশ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা পুলিশী বাধাঁর তীব্র নিন্দা জানিয়ে বলেন অবৈধ ভোট চোর সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে।
এ ব্যাপারে, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি'র অঙ্গ সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সভা-সমাবেশ র্যালী করতে কোনো প্রকার অনুমতি নেয়া হয়নি থানা থেকে, তাই যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তাই মিছিল - র্যালী বের করতে চাইলে বাঁধা দেয়া হয়।