বিএনপি নেতা জাকির হোসেনকে না পেয়ে ছেলেকে গ্রেফতার করেছে শাহআলী থানা পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫১ এএম, ২ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৯:২০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
শাহ্আলী থানার ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনকে না পেয়ে তার ছেলে ইউসুফ কে গ্রেফতার করেছে শাহআলী থানা পুলিশ।
পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল রবিবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় শাহ্আলী থানার এসআই এমাদুল ও দারোগা আনিসের নেতৃত্বে ৮ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাকির হোসেন কে গ্রেফতার করতে তার নিজ বাসভবন মিরপুর ১ নম্বর গুদারাঘাটের এইচ ব্লক ১২ নম্বর রোডের বাসায় অভিযান চালায়। বাসায় তাকে না পেয়ে সদ্য কাজ থেকে ফেরা তার বড় ছেলে ইউসুফ কে টেনেহিঁচড়ে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। ইউসুফ একটি ক্যাটারিং সার্ভিসে দীর্ঘদিন যাবৎ কাজ করে এবং তার কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এই তথ্য দেয়ার পরেও পুলিশ কোন প্রকার ভ্রুক্ষেপ না করে তাকে গ্রেফতার করে।
এসময় পুলিশের সদস্যদের বলতে শোনা যায়, কান টানলে মাথা আসবে। ছেলেকে নিলাম বাবাকেও নিবো। পুলিশের এহেন কর্মকান্ডে এলাকায় ক্ষোভ ও ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা এস এ সিদ্দিক সাজু।
তিনি বলেন, গত কিছুদিনে আমার নির্বাচনী এলাকা মিরপুর, শাহ্আলী ও দারুসসালাম থানায় প্রায় আড়াইশো নেতাকর্মী গ্রেফতার করেছে সরকারের পেটোয়া বাহিনী। আজকে ইংরেজী নববর্ষের প্রথমদিনেও এই গ্রেফতারের ঘটনা প্রমান করে এদেশের কোন মানুষ-ই এখন আর নিরাপদ নয়। গ্রেফতার করে, গুলি করে বিএনপির নেতাকর্মীদের হত্যা করে সরকার তার ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা করছে মাত্র। এগুলো করে সরকারের শেষ রক্ষা হবে না। রাজনৈতিক ভাবে কতটুকু দেউলিয়া হলে বাবাকে না পেয়ে সন্তান কে গ্রেফতার করে। এর জবাব দেয়ার জন্য জনগন অধীর আগ্রহে অপেক্ষা করছে। একটি কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন-ই জনগণের এই যোক্তিক দাবী পূরণে সক্ষম।
তিনি এসময়ে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন।