সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৬ পিএম, ১ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ১১:২৬ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ রবিবার বিকেলে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুতের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ আজিম উদ্দিন আহমেদ। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল প্রমূখ।
এর আগে ছাত্রদলের নেতাকর্মীরা সরিষাবাড়ী আরইউটি স্কুল মাঠ হতে একটি বিরাট র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সমাবেশ করে। র্যালীর নেতৃত্ব দেন ফরিদুল কবীর তালুকদার শামীম। এ সময় উপজেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।