চট্টগ্রাম নগর সাইফুল আলমকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৮ পিএম, ১ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৪:৪৯ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকাল ১১টায় নগরীর ২নং গেইটে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তুহিন বলেন, গণবিরোধী জনবিচ্ছিন্ন সরকার পতন আতঙ্কে দিশেহারা হয়ে বিএনপি নেতা কর্মীদের গণহারে হত্যা , মামলা, হামলা ও গ্রেফতার করে জনগণকে দমিয়ে রাখার ব্যর্থ চেষ্টায় লিপ্ত। সাইফুল আলম একজন মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা। তাকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তার মুক্তি দাবি করছি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আসিফ চৌধুরী লিমন, সালাউদ্দিন সাহেদ, সামিয়াত আমিন জিসান, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, মাহমুদুর রহমান বাবু, নুর জাফর নাঈম রাহুল, ফখরুল ইসলাম শাহীন, সদস্য যথাক্রমে শামসুদ্দিন শামসু, শাহরিয়ার আহমেদ, দেলোয়ার হোসেন শিশির সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ। এছাড়াও সকাল দশটায় নাসিমন ভবন দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন নগর ছাত্রদল নেতৃবৃন্দ।