কুলিয়ারচরে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৪ এএম, ১ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৩:৫১ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে।
আজ রবিবার (০১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে কুলিয়ারচর উপজেলা বিএনপির কার্যলয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিম এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরমান উজ জামান সুজন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহাদাৎ হোসেন শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ লতিফ মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক, মোঃ কামরুল ইসলাম মুছা, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক, সাকিব হাসান পাভেল,
আরোও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, মফিজুল ইসলাম মুরাদ, কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক, মোঃ এমরান খান, যুগ্ম-আহবায়ক, খায়রুল ইসলাম, যুগ্ম-আহবায়ক, জুনায়েদ খান, মোঃ রাসেল মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক গণ।