নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব কারাবন্দি রনির বাসায় মহানগর বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৫ পিএম, ৩১ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:২৪ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
পুলিশের দায়েরকৃত গায়েবী মামলায় কারাবন্দি জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির বাসায় গিয়ে তার স্বজনদের সান্ত্বনা দিয়েছেন মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
আজ শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির নেতৃবৃন্দ মশিউর রহমান রনির মাসদাইরস্থ বাসভবনে যান।
এ সময় মহানগর বিএনপির নেতৃবৃন্দ মশিউর রহমান রনির পিতা মোস্তফা কামালের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। মশিউর রহমান রনির পরিবারকে ভেঙ্গে না পড়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানান এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন মহানগর বিএনপির নেতারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএইচ মামুন, সদস্য মাহমুদ হাসান, শিবলী সাদিক প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ধরপাকড়ের অংশ হিসেবে গত ৭ ডিসেম্বর রাতে ঢাকার পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার হন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। তার পর তাকে পুলিশের দায়েরকৃত গায়েবী মামলায় গ্রেফতার হন।