রংপুর মহানগর ও জেলা বিএনপির গণমিছিল সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৭ পিএম, ৩০ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:১৯ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির ভাইস প্রেসিডেন্ট বরকত উল্লাহ বুলু বলেছেন, জাতিসংঘে প্রশ্ন উঠেছে বাংলাদেশের ক্ষমতায় বিনাভোটের সরকার। গুলি, হুমকি, গ্রেফতার, রক্ত চক্ষুকে আমরা আর ভয় পাই না। বাংলাদেশের মানুষ একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীন অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। এই দাবিতে জনগণ আজ রাস্তায় নেমেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আর ঘরে ফিরবে না।
গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রংপুরে বিভাগীয় গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান।
রংপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল গ্র্যান্ডহোটেল মোড় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরকারের বোঝা উচিত তাদেরকে জনগণ লাল কার্ড দেখিয়েছে। বিএনপি নির্বাচনে অংশ নেয়নি তাতেই আওয়ামী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত।
তিনি বলেন, আগামীদিনে রাজপথ বিএনপির দখলে থাকবে। রাজপথে আন্দোলন করে এই জালেম সরকারের পতন ঘটানো হবে। বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।