কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুতে তারেক রহমানের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪০ পিএম, ৩০ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৪৪ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফুটবল কিংবদন্তি ব্রাজিলের এডসন অরান্তেস দো নাসিমেন্ত পেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় জনাব তারেক রহমান বলেন, "কিংবদন্তি ফুটবলার এডসন অরান্তেস দো নাসিমেন্ত পেলে বিশে^র ফুটবল প্রেমীদের হৃদয়ে চির স্বরণীয় হয়ে থাকবেন, কীর্তিমানের মৃত্যু নেই। তিনি চিরদিনের মত শারীরীকভাবে পৃথিবী থেকে বিদায় নিলেও তার কীর্তিই তাঁকে অমর করে রাখবে। প্রায় সকল ক্রীড়া বোদ্ধার কাছেই তিনি সর্বকালের সেরা ফুটবলার। তিনি ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার। যুগে যুগে তার ক্রীড়ানৈপূণ্য ও চমকপ্রদ কৌশল ভবিষ্যৎ ফুটবল খেলোয়ারদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। পেলে এমন একজন খেলোয়ার যার জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে এবং পড়বে। ফুটবলের ইতিহাসে অতুলনীয় এই ব্রাজিলিয়ান খেলোয়ার।"
জনাব তারেক রহমান এই ফুটবল মহানায়কের আত্মার শান্তি কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।