মালিবাগ, পল্টন ও মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৫ এএম, ৩০ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৫৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাজধানীর কয়েকটি এলাকায় আজ শুক্রবার জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মালিবাগ, পল্টন ও মতিঝিল এলাকায় এসব সংঘর্ষের পর পুলিশ কয়েকজনকে আটকও করেছে। এসব সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে দাবি পুলিশের।
রাজধানীর মালিবাগে জামায়াতের একটি মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর মিছিলকারীদের পুলিশ বাধা দিলে দু পক্ষের সংঘর্ষ হয়। পুলিশের বলছে, এটি জামায়াত শিবিরের মিছিল ছিল। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
জুমার নামাজ শেষ হওয়ার পর একটি মিছিল আবুল হোটেলের সামনের রাস্তা হয়ে মৌচাকের দিকে যায়। পুলিশ তাদের বাধা দেয়। তবে এরপরও মিছিল চলতে থাকে। মিছিলটি মালিবাগ মোড়ে পৌঁছালে পুলিশ আবারও বাধা দেয়। এর পর দু পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ বলেন, আমরা ধারণা করছি এটি জামায়াত শিবিরের মিছিল ছিল। তাদের হাতে জামায়াতের ব্যানার ছিল। তারা পুলিশের ওপর আক্রমণ করেছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে। কয়েকজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি।
জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
বিএনপির ঘোষিত ‘যুগপৎ কর্মসূচি’র গণমিছিলের সঙ্গে একাত্ম হয়ে আজ জামায়াতও ঢাকায় একই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।