বিএনপি–জামায়াত জানমালের ক্ষতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : নানক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৮ এএম, ৩০ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৪২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি–জামায়াত জানমালের ক্ষতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বিএনপি ও জামায়াতের মতো অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিচ্ছেন।
আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নানক আরও বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দল হলো আওয়ামী লীগ। তাই আজ বিএনপির আগুন সন্ত্রাস রুখতে আওয়ামী লীগের নারী, যুবক ও ছাত্র সকলে মিলে আমরা রাজধানী জুড়ে পাহারা দিচ্ছি।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তখন জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রবল হচ্ছে। এই আন্তর্জাতিক মহলের প্রবল ষড়যন্ত্রকে ব্যর্থ করেই ডিসেম্বর মাসে আমরা বিজয় অর্জন করেছিলাম। তেমনিভাবে আমাদের শপথ নিতে হবে, শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্রকে আমরা পরাজিত করবো।
উল্লেখ্য, সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে রাজধানী ঢাকা এবং রংপুরে গণমিছিল করবে বিএনপি। ডিএমপি বিএনপিকে এ গণমিছিলের অনুমতি দিয়েছে। তবে জামায়াতে ইসলামীকে মিছিল করার অনুমতি দেওয়া হয়নি।