বিএনপি বাদ জুমা যে কর্মসূচি দিয়েছে, এটাই তাদের খারাপ উদ্দেশ্য : কামরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৬ পিএম, ২৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৪৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খেলাফত আন্দোলনকারী, জামায়াত, আমাদের হুজুরেরা বাদ জুমা কর্মসূচি দেয়। জুমার নামাজ শেষ করে তারা তুলকালাম করার চেষ্টা করে, এটাই আমরা দেখে এসেছি। ইসলামী দলগুলো ছাড়া অন্য কেউ বাদ জুমা কর্মসূচি দিয়েছে, আমার জানা নেই। বিএনপি বাদ জুমা যে কর্মসূচি দিয়েছে, এটাই তাদের খারাপ উদ্দেশ্য। তারা বিভিন্ন মসজিদ থেকে বের হবে, বিভিন্ন জায়গায় তারা গোলমাল সৃষ্টি করবে।
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আজ শুক্রবার বিএনপির গণমিছিলের কর্মসূচি। গত ২৪ তারিখ আমাদের সম্মেলনের জন্য তারা কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর গণমিছিল করবে। তাদের কর্মসূচি শুক্রবার। আমরা মিছিলের কর্মসূচি করি সাধারণত বিকেলে, তিনটায় সময় দেই, চারটায় শুরু হয়, ৫টায় বের হয়ে যায়। এখন শীতকাল একটু আগে বের হয়। এবার তারা (বিএনপি) মিছিলের কর্মসূচি দিয়েছে বাদ জুমা। তাদের উদ্দেশ্য লক্ষণীয়।
তিনি আরও বলেন, আমরা পায়ে পাড়া দিয়ে কারো সঙ্গে ঝগড়া করতে চাই না। তাদের কর্মসূচি তারা শান্তিপূর্ণভাবে পালন করুক, আমাদের কোনো আপত্তি নেই। যদি কর্মসূচির নামে আবার সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে, অশান্তিকর কোনো পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আমাদের নেতাকর্মীরা বসে থাকবে না। তার দাঁতভাঙ্গা জবাব দেবে। আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব। ১০ তারিখ যেমন শান্তিপূর্ণভাবে ছিলাম।
আওয়ামী লীগের এ নেতা বলেন, তারা (বিএনপি) জানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। সাধারণ মানুষ কোনো অবস্থায় তাদের পক্ষে নেই। মানুষ বুঝতে পারছে, কার দ্বারা সম্ভব, কে আমাদের দিতে পারে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে জরুরি বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ মহানগর, থানা ও ওয়ার্ডের নেতারা।