তারাকান্দায় জাসাসের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কর্মী সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৫ পিএম, ২৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১১ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কর্মী সভা (২০২২) ময়মনসিংহ উত্তর জেলা জাসান এর আয়োজনে তারাকান্দা উত্তর বাজারস্থ ঐশী রাইসমেল প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
ময়মনসিংহ উত্তর জেলা জাসাসা এর সভাপতি মো: শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারদিন রহমান তালহা'র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল হক, হাফেজ আজিজুল হক, আসলাম মিয়া বাবুল, আব্দুস সালাম তালুকদার, হাবিবুর ইসলাম শহিদ, তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, বিএনপির নেতা রাকিব তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা জাসাস এর সহ-সভাপতি আব্দুল সালাম সরকার, তারাকান্দা উপজেলা মৎস্য জিবিদলের আহবায়ক মোখলেছুজ্জামান মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, সদস্য সচিব আমির হাসান স্বপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।
পড়ে সাবেক ছাত্রনেতা মাজেদুল হক আকন্দ সভাপতি ও সাবেক ছাত্রনেতা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আজিজুল ইসলাম ফাহিমকে সাধারণ সম্পাদক করে তারাকান্দা উপজেলা জাসাসা'র আংশিক কমিটি ঘোষণা করা হয়।