জনস্রোতে আওয়ামী সরকার পালানোর পথ পাবে না : ডা. জাহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৫ পিএম, ২৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:২৪ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আওয়ামী সরকারের দুঃশাসনে সারাদেশের মানুষ আজ অতিষ্ঠ। দেশের জনগণ এ জুলুমবাজ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ঢাকা থেকে মানুষ যখন বের হয়ে আসবে তখন জনস্রোতে এই সরকার পালানোর পথ পাবে না। জনবিস্ফোরণে দ্রুতই এই আওয়ামী দুঃশাসনের বিদায় হবে।
আগামী ৩০ ডিসেম্বর বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নে ঢাকায় গনমিছিল সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) দুপুরে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সংগঠনটির ভারপ্রাপ্ত আহবায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে সকল থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ জেড এম এম জাহিদ হোসেন এ কথা বলেন।
আগামী ৩০ ডিসেম্বর এর গন মিছিল সফল করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকতে হবে। মহানগর দক্ষিণের ৮০ টা ওয়ার্ড থেকে লোক আসতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রস্তত থাকার ও আহবান জানান তিনি।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
মজনু বলেন, আমাদের শান্তিপূর্ণ গণমিছিলের কর্মসূচিতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে। কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত দলের প্রতিটি নেতাকর্মী কেউ রাজপথ থেকে যাবেন না বলে দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন রফিকুল আলম মজনু।
সভাপতির বক্তব্যে নবী উল্লাহ নবী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবী করে বলেন, বিএনপির সব নেতারা যদি গ্রেফতার হয়ে যায়, তাহলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের কর্মীরা জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথের আন্দোলনে নেতৃত্ব দিবে।
গণমিছিল সর্বাত্নক ভাবে সফল করার ও আহবান জানান নবী উল্লাহ নবী।
মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপির কেন্দ্রীয় সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম, মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সেকান্দর কাদির, মহানগর কমিটির সদস্য আকবর হোসেন নান্টু ভূইয়া, জুম্মন মিয়া চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর হাজী হুমায়ুন কবির, হাজী শফিকুল ইসলাম রাসেল, জামশেরুল আলম শ্যামল, সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।