কাউকে ছাড় দেয়া হবে না : কর্নেল অলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২০ পিএম, ২৫ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:২৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, প্রশাসন হলো জনগণের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীদের ভরণপোষণ, বেতন-ভাতা জনগণই বহন করে। তাদের টাকায় সরকারি কর্মকর্তা/কর্মচারীরা পালিত হয়। বিশেষ গোষ্ঠীর স্বার্থরক্ষার জন্য কাউকে হত্যা করা কতটুকু যুক্তিসম্মত? প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে। কাউকে ছাড় দেয়া হবে না।
আজ রবিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এদিকে পঞ্চগড়ে পুলিশের গুলিতে বিএনপি নেতা আবদুর রশিদের মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কর্নেল অলি আহমদ। আবদুর রশিদকে আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করেন তার জন্য প্রার্থনা করেন তিনি।
কর্নেল অলি বলেন, বর্তমান স্বৈরাচার সরকার ক্ষমতা চিরস্থায়ী করতেই বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করেছে সরকার। বাংলার মাটিতেই একদিন এসব হত্যার বিচার হবে। যারাই এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের মুখোমুখি হতে হবে।