রাজশাহীতে বিএনপির গায়েবানা জানাজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১২ পিএম, ২৫ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৫:৫৫ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রক্ত পিপাসু আওয়ামী লীগ সরকারের আওয়ামী পুলিশ বাহিনী ও আওয়ামী সমন্ত্রাসী বাহিনী একের পর এক বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা করেই চলেছে। এই বিনা ভোটের সরকার বিএনপি নেতাকর্মীদের হত্যা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করে হত্যা করা হচ্ছে নেতাকর্মীদের।
গতকাল শনিবার ঢাকা ও রংপুর ব্যতীত দেশের সকল জেলা ও মহানগরে বিএনপির পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচিতে এলোপাতাড়ি লাঠিচার্জ ও গুলি করে হত্যা করেছে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ আরেফিনকে। স্থানীয় ওসির নির্দেশে পুলিশ বিএনপির মিছিলে গুলি করে হত্যা করে ও বেধড়ক লাঠিপেটা করে। পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ আরও অর্ধশতাধিক নেতা-কর্মী। এরপর পুলিশ নিহত আরেফিনের লাশ দীর্ঘ সময় ধরে ঘিরে রেখেছিলো। পরিবার ও নেতাকর্মীদের নিকট লাশ হস্তান্তর অনেক বিলম্ব করে বলে বিভিন্ন মিডিয়ার প্রচারিত হয়।
বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে নিহত আব্দুর রশিদ আরেফিন এর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আজ রবিবার বাদ আসর রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে আয়োজিত জানাযায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদিন শিবলী, শফিকুল ইসলাম সাফিক ও বজলুল হক মন্টু, সদস্য মাহফুজুল হাসনাইন হিকোর, রফিকুল ইসলাম ইমন ও জুয়েল।
এছাড়াও মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা ও মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জানাজা শেষে নেতৃবৃন্দ শোকর্যালি বের করেন। র্যলি নিয়ে তারা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সেইসাথে আরেফির হত্যার বিচার দাবী করেন।