জামালপুরে বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১২ পিএম, ২৫ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০২:২১ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির গণ-মিছিলে পুলিশের গুলিতে নিহত পঞ্চগড় উপজেলার ময়দান দিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ আরফিনের আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপির আয়োজনে আজ রবিবার বাদ আসর নামাজের পর দলীয় কার্যালয়ের সামনে এ জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাযা নামাজে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আগামী দিনে সকল নেতৃবৃন্দকে যেকোনো পরিস্থিতিতে আন্দোলন সংগ্রাম সফল করতে হবে। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এই সরকারের বিদায় ঘণ্টা বাজানো হবে বলেও তিনি হুশিয়ারি দেন।