খাগড়াছড়িতে বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৬ পিএম, ২৫ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০২:২১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
পুলিশের গুলিতে নিহত পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দান দিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ আরফিন এর গায়বানা জানাজা নামাজ অনুষ্ঠিত খাগড়াছড়ি জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে ।
আজ রবিবার (২৫ ডিসেম্বর) পঞ্চগড় বোদা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার বাদ আসর এই গায়েবানা জানাজার নামাজের আয়োজন করে জেলা বিএনপি । শহরের কলাবাগান বৈঠকে এর সম্মুখে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় জেলা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অন্যান্যা অঙ্গ সংঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জানাজার নামাজ শেষে জেলা বিএনপির নেতৃবৃন্দরা বলেন, ফ্যাসিস্ট ও দূর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা দাবীতে পঞ্চগড় বিএনপির গণ মিছিলে বিনা উস্কানিতে পুলিশ অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে বোদা উপজেলার ময়দান দিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ আরফিন নিহত হন। এই ফ্যাসিবাদী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করা হয়েছে।