গুম-খুন হামলার মাধ্যমে এই সরকারের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে : আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৮ পিএম, ২৪ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১১:২৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
গুম-খুন হামলার মাধ্যমে এই সরকারের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর স্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তার সাথে ছিলেন বিএনপি মিডিয়া সেল আহবায়ক জহির উদ্দিন স্বপন।
বরিশাল বিএনপি গণ মিছিল শেষে রাজধানীর উত্তরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর স্ত্রী রাহাত আরা বেগম এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ এর সম্মেলনের কারণে তারা তাদের গণমিছিল পিছিয়ে দিয়েছিলো, বিনিময়ে আওয়ামী লীগ তাদের পঞ্চগড় লাশ দিয়েছে। জনগণ এখন আর এই সরকার কে চায় না। জনগণ তাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে চায়। এখন আওয়ামী লীগ দেয়ালে লিখনের ভাষা বোঝা উচিৎ বলেও তিনি জানান।