সাবেক এমপি লালুর শোক প্রকাশ
গাবতলীতে মহিলাদলনেত্রী রনির মাতার ইন্তেকাল॥ জানাযা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০১ পিএম, ২৪ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১২:৪৮ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বগুড়ার জেলা মহিলাদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনির মাতা মনোয়ারা বেগম স্টোক করে অসুস্থ অবস্থায় নিজ বাড়ীতে আজ শনিবার সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বাইগুনী সাইরপাড়া গ্রামের ব্যবসায়ী নফিজুর রহমানের ফটুর স্ত্রী ছিলেন। এছাড়াও তিনি দৈনিক করতোয়ার গাবতলী উপজেলা প্রতিনিধি এনামুল হকের শ্বাশুড়ী। তার বয়স হয়েছিল (৬৩)বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ মেয়ে ও ১ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মনোয়ারা বেগম গতবুধবার রাঁতে স্টোক করেন। অসুস্থ অবস্থায় নিজ বাড়ী থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার প্রস্ততির সময় ১০টায় ইন্তেকাল করেছেন। শনিবার বাদ মাগরিব মরহুমার যানাজা নামাজ শেষে বাইগুনী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরর্শেদ মিল্টন, গুড়টুপনগর মাদ্রাসার শিক্ষক মাকসুদুর রহমান, মরহুমের ছেলে মেহেদী হাসান প্রমূখ। নামাজে জানাজার আরো শরিক হয়েছিলেন সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সহীদ-উন-নবী-সালাম, একেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এম মাফতুন আহম্মেদ খান রুবেল, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভূলন, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম বাদশা, শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন, সাংবাদিক এনামুল হক, মুহাম্মাদ আবু মুসা, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা’সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় মুসল্লীগন।
এদিকে, মরহুমা মনোয়ারা বেগমের মৃত্যুতে তাঁর রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এবং গাবতলী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।