ফেনী বিএনপির বিক্ষোভে ২০ সহস্রাধিক নেতাকর্মীর গণ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২১ পিএম, ২৪ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৩১ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ফেনী বিএনপির ২০ সহস্রাধিক নেতাকর্মীর গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে ফেনী শহরের তাকিয়া রোড থেকে গণ মিছিলটি বের হয়ে বড় মসজিদ, প্রেসক্লাব চত্বর হয়ে ফেনী বাজারে প্রবেশ করে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও মশিউর রহমান বিপ্লব। বিক্ষোভ সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা বাস্তবায়নের দাবী তুলে ধরেন।
গণ মিছিল কর্মসূচীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন গঠন, গাজী হাবিব উল্লাহ মানিক, ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি বেলাল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার, সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল, সাধারণ এসএম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি ছালাউদ্দিন
মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী প্রমূখ।
কর্মসূচী শেষে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার জানান, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী অন্তত ২০ হাজার নেতাকর্মী বিকাল আড়াইটার দিকে গণমিছিলে অংশ নিয়ে শহরের তাকিয়া রোড থেকে বের হয়। মিছিলটি ফেনী প্রেসক্লাবের সামনে গেলে পুলিশের বাধার মুখে বিএনপি নেতা কর্মীরা সংঘাত এড়াতে খেজুর চত্বরের দিকে না গিয়ে ভেতরের বাজারের দিকে ঘুরিয়ে দেয়া।