১০ দফা দাবীতে গণ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৪ পিএম, ২৪ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৬:০৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ইশতেয়াক আহম্মেদ, খাগড়াছড়ি প্রতিনিধি; ফ্যাসিস্ট ও দূর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা দাবীতে আজ শনিবার কলাবাগান মিল্লাত চত্বর হতে গণ মিছিল বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখে সমাবেশ করেন খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
জেলা যুবদলের সভাপতি মোঃ মাহাবুব আলম সবুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক আঃ মালেক মিন্টু, মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু।
সমাবেশে বক্তারা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিএনপি নেতাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ সকল রাজবন্ধীদের নিঃর্শত মুক্তির দাবীও করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তালেব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম ভূইয়া, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, উপজাতীয় বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দল ও জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া সহ প্রমুখ।