গাইবান্ধায় বিএনপির গণ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৩ পিএম, ২৪ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০২:৫৬ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
গ্রেফতারকৃত বিএনপি মহাসচিব মির্জা ফকরুল, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এবং ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলি বর্ষণে মকবুল হোসেনকে হত্যার প্রতিবাদ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি ঘোষিত ১০ দফা দাবি পূরণের লক্ষ্যে আজ শনিবার গাইবান্ধায় গণ মিছিল অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বিএনপি এই গণ মিছিলের আয়োজন করে। গণ মিছিলে পুলিশের বাধা উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেয়।
দলীয় কার্যালয়ের সামনে গণ মিছিল পূর্ব এক সমাবেশে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, কাজী আমিরুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, সাংগঠনিক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিমসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা গ্রেফতারকৃত বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। সেইসাথে ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলি বর্ষণে স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনকে হত্যা, মিথ্যা গায়েবী মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবর-দখল করার প্রতিবাদ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি ঘোষিত জনগণের আকাঙ্খার ১০ দফা দাবি বাস্তবায়নে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন এগিয়ে নেয়ার আহবান জানান।