লক্ষ্মীপুরে জেলা বিএপির গণ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ এএম, ২৪ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৪৩ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে জেলা বিএপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার মিছিলটি শহরের গোহাট সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাস ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদস্য সচিব সাহবুদ্দিন সাবুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এ সময় বক্তরা সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবি করেন।