কিশোরগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৯ এএম, ২৪ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:১৯ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সরকারের পদত্যাগসহ ১০ দফা বাবাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ১২ টায় জেলা শহরের গুরুদয়াল সরকারী কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে রথখলা ময়দানে গিয়ে শেষ হয়। গণমিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রিয় বিএনপির সহ সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে কেন্দ্রিয় বিএনপির সহ সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘বর্তমান সরকারের কৃত প্রতিটি অন্যায়, অবিচারের জন্য বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে। এই অনির্বাচিত ও অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা ছাড়া অন্য কোনো পথ নেই। বর্তমান সরকারের ডাকাতি ও মাস্তানতন্ত্র থেকে দেশকে উদ্ধার করে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার জন্যই আমরা ১০ দফা বাস্তবায়নের আন্দোলন করছি।’
আব্দুল আউয়াল মিন্টু তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন মামলায় আটক সকল বিএনপি নেতা-কর্মীদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের মুক্তি দাবী করেন।
কেন্দ্রিয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রিয় নির্বাহি কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি জাহাঙ্গীল আলম মোল্লা, রুহুল হোসাইন, জালাল মোহাম্মদ গাউস, জালাল উদ্দিন ও শরীফুল ইসলাম, সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ ইসরাইল মিয়া, নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক।
গণমিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।