ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০০ পিএম, ২৩ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:১২ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, পাঁচবারের নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে শহরের ময়েজ মঞ্জিলে মরহুমের পরিবারের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মরহুমের সহধর্মিণী চৌধুরী শায়লা কামাল। বিশেষ অতিথি ছিলেন মরহুমের কন্যা কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, ড্যাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, আজম খান, বিএনপি নেতা রশিদুল ইসলাম লিটন, জেলা পেশাজীবি ঐক্য পরিষদের সভাপতি ডা. আলী আকবর বিশ্বাস, অ্যাডভোকেট শীতল টিকাদার, বিএনপি নেতা আব্দুল লতিফ মিয়া, শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ সেলিম মিয়া, চরমাধবদিয়া ইউপি চেয়ারম্যান মির্জা সাইফুল আজম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান পংকজ প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ ছিলেন সত্যিকারের একজন মাটি ও মানুষের নেতা। তিনি কখনো হানাহানির রাজনীতি করেননি। ধর্মবর্ণ নির্বিশেষে তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক জননেতা। তারা চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করেন।
সভায় চৌধুরী কামাল ইবনে ইউসুফের আরেক মেয়ে চৌধুরী সাদাব ইউসুফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশীদ বাচ্চু, গোলাম রব্বানী ভুঁইয়া রতন, তানভীর চৌধুরী রুবেল, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন, শহর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কৃষক দল নেতা শফিকুল ইসলাম মিঠু, যুবদল নেতা রেজোয়ান বিশ্বাস তরুণ, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথীল,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস সহ পরিবারের সদস্য এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।