আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৮ এএম, ২৩ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৫৯ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামীকাল শনিবার। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় এ সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) ১২টায় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এসে আমন্ত্রণ জানায়। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির দপ্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
বিএনপির তিন নেতাকে সম্মেলনে আসতে বলা হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন— বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান।
আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) ১২টায় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এসে আমন্ত্রণ জানায়। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির দপ্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক আবু সায়েমের নেতৃত্বে আওয়ামী লীগের সম্মেলনের অভ্যর্থনা কমিটির সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
এ সময় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধিদলকে বলেন, আমাদের সব নেতা কারাগারে। সম্মেলনে কীভাবে যাব?
এর জবাবে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম বলেন, এটি সরকারের ব্যাপার। আমরা দলের পক্ষ থেকে এসেছি। আশা করি আপনাদের প্রতিনিধিদল সম্মেলনে যাবে।
এর পর প্রিন্স বলেন, দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে জানানো হবে।
আমন্ত্রণপত্র গ্রহণের সময় অন্যদের মধ্যে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহতথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।