খুলনার কারাবন্দী যুব ও ছাত্রদল নেতার পরিবারের পাশে বিএনপি নেতা বকুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৯ পিএম, ২২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৪৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সফল করার লক্ষে খুলনা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় গমন করেন। ৮ ডিসেম্বর বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ১৫নং ওয়ার্ড যুবদল সভাপতি রুহুল হাওলাদার এবং সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মল্লিককে পুলিশ বিনা অপরাধে গ্রেফতার করে মিথ্যা মামলায় ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে।
এমতাবস্থায় ধারাবাহিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ১৫নং ওয়ার্ড যুবদল সভাপতি রুহুল হাওলাদার এবং সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মল্লিকের অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে যুবদল সভাপতি রুহুল হাওলাদার ও সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মল্লিকের পরিবারের সদস্যদের জন্য নগদ অর্থ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, তেল, লবণ প্রভৃতি উপহার হিসেবে তিনি প্রেরণ করেন।
উল্লেখ্য যে, ওয়ার্ড যুবনেতা রুহুল হাওলাদার ও সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মল্লিককে পুলিশ গ্রেফতার করে কারাগারে প্রেরণের সংবাদ প্রাপ্তির সাথে সাথেই তিনি জেলখানায় তাদের পিসিতে (প্রিজনারস ক্যান্টিনে) নগদ অর্থ প্রেরণ করেন।
তরুণ উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় গ্রেফতারকৃত এসকল নেতৃবৃন্দের পরিবারের খোজখবর এবং সার্বিক সহায়তা প্রদান কার্যক্রমের সময় উপস্থিত ছিলেনঃ খুলনা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, শেখ সাদী, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিপ্লবুর রহমান কুদ্দুস, হাবিবুর রহমান বিশ্বাস, আব্দুর রহমান ডিনো, ১৫নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী ইকরাম মিন্টু, খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি কাজী ফজলুল কবির টিটো, খুলনা মহানগর যুবদলের সহ সভাপতি ইঞ্জিঃ শাহিনউদ্দীন, যুগ্ম সম্পাদক গাজী সালাউদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক খায়রুজ্জামান শামীম, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আঃ সামাদ বিশ্বাস, খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, থানা সেচ্ছাসেবক দলের সদস্য তুহিনুল ইসলাম প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল গ্রেফতারকৃত যুবনেতা রুহুল ও সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মল্লিককে আইনগত সহায়তা প্রদানসহ অতীতের ন্যায় ভবিষ্যতেও দলের সকল স্থরের নেতাকর্মীদের বিপদেআপদে তাদের পাশে থাকবেন এ প্রত্যাশা ব্যক্ত করেন।